কত আশা রয়ে গেলো ঢাকা
নিরাশার বালুচরে
রয়ে গেলে তুমি রয়ে গেলাম আমি
বাঁধা
সময়ের বাহুডোরে ।।
বদ্ধ মনের আঁধার ঘরে
আলোর একটিও কিরণ যখন
পায়নি যখন একটিও ভাষা
রয়ে গেলে তুমি রয়ে গেলাম আমি
আর ব্যর্থতার নিরবতা।।
।। অরুণিমা ।।