প্রেমিকাকে অনুনয় করেছিলে, মৃত্যুর এক বছর আগে
একফালি কাগজে শুধু ‘শুভরাত্রি’ লিখে
যেন সে পাঠায়, তুমি
বালিশের নীচে নিয়ে শোবে ।
এখন রাত্রির দিকে তাকালেই দেখি
তোমার ফুসফুস থেকে জলন্ত কয়লারা বার হয়ে
আকাশে আকাশে জ্বলছে!
জোছনারা ঠিকরে পড়ছে সকল গাছের পাতা থেকে
শুধু ‘শুভরাত্রি’ লেখা এক খণ্ড মেঘ
চাঁদের তলায় এসে থেমে গেলো ।
ও বোধহয় জানে
তোমার ঘুমন্ত দেহ শুয়ে আছে চাঁদে মাথা রেখে !
(John Keats এর প্রতি উৎসর্গ………।।)