রাত্রি

রাত্রি যতো বাড়তে থাকে, ততো আত্মমগ্ন হ’তে থাকি।
ততোই সুড়ঙ্গ কেটে যেতে থাকি নিজের ভিতরে।
হারানো টুকরোগুলো খুঁজে পাই। ততোই একাকী।
আত্মা অব্দি কেঁদে ওঠে অদ্ভূত করুণ কন্ঠস্বরে।

আশ্চর্য মধুর শব্দে হেসে ওঠে।
কিন্তু জানি, পৃথিবীতে হাসা অসম্ভব।
হাসি আনন্দের জন্যে নয়__প্রকৃতির চলিষ্ণুতায় ফুল ফোটে।
রাত্রি যতো বাড়তে থাকে, হ’তে থাকি গভীর নীরব।
___কেন জন্ম হয়েছিলো? তুমি এই ঘাস, তারা, রাত্রির মতোই?
একবিন্দু আলো জ্বেলে পাড়ি দেবে ভুবন অথই?
অসম্ভব। তবে কেন আশৈশব পথ ক’রে চলেছে চেতনা?

না, হেসো না।
পৃথিবীতে হাসা অসম্ভব।
বরং রাত্রির মতো সারা রাত্রি জেগে থাকো গভীর নীরব।।