আমায় আজ শুদ্ধ করো

 

নাবালিকা, আজ শুদ্ধ করো
গালের ত্বকে স্পর্শ মেখে
আলতো করে কল্প আঁক ।
ছোট ছোট খুনসুটিতে দুঃখ পেয়োনা আর
পানি মুছে হও পরশপাথর
নিজের করে শুদ্ধ করো;
আমি ছোঁয়ায় ছোঁয়ায় শুদ্ধ হবো
তোমার জন্য তোমার হবো ।।

ভালোবাসায় ঝগড়া হবে,
কষ্ট, আদর, কান্না হবে-
তবু তুমি সামলে থেকো !
আর কারো নয়, আমার থেকো;
কান্না দিলে কাছে টেনে
আমায় নাহয় শুধরে দিও,
আমায় আজ শুদ্ধ করো ।
তোমার হাসিতে শুদ্ধ হবো
আমার জন্য তোমার হবো ।।

আমায় আজ শুদ্ধ করো
মুক্ত করো, জীবন দাও নতুন করে,
তোমায় নিয়ে মুক্ত হবো
আমায় তুমি সামলে রেখো;
কষ্ট দিলেও সুহাসিনী রাজকন্যা
তুমি শুধু আমার থেকো;
তোমার হতে হতে শুদ্ধ হবো
নাবালিকা, শুদ্ধ করো ।।
মায়াজালের স্বপ্ন আমার,
খুঁজে পেয়েছি তোমার শুভ্রতায়
আজ নাহয় ভেঙে-চুরে
নতুন করে শুদ্ধ করো, শুদ্ধ হবো
তোমার-আমার জন্য নয়
আমাদের জন্য শুদ্ধ হবো ।।
– জিহান আল হামাদী
২রা মে’২০১৩