একটু ঝগড়া করেছি দেখেই কি
আজ এত অভিমান ?
চোখের কোণে ওই ভাসমান জলের ফোঁটা
ঘুমের সাক্ষী হয়ে গেছে তোমার;
আগুনের সাথে প্রেম করছো সুদর্শনা
একটু আঁচ তো লেগে যেতেই পারে,
এতটুকু সহ্য করতে পারলে না !
এভাবে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়তে হবে ?
আমার যদি রাত না হও
তবে নাহয় আকাশ হলে,
কুহকীর ব্যর্থ বাসর হলে
আরেকটি রাতের মরণ নাহয় হোক
তুমি তো রাত হলে না-
আমার নির্ঘুম কান্না হলে ।।
একটু ঝগড়া করেছি দেখেই কি
আজ এত কষ্ট তোমার ?
একবার চোখের দিকে তাকাতে আমার-
চোখ দুটো যে আমারও ভিজে গিয়েছিলো
দেখনি তুমি ! এতই রাগ আজ আমার ওপর ?
ভালোবাসি বলেই তো কষ্ট দেই, ঝগড়া করি
ওটুকু ঝগড়া ছাড়া ভালোবাসা হয় নাকি !!
ভালোবাসার পরিপূরক নামই তো কষ্ট
যেমন তোমার পরিপূরক আমি ।
এটুকু বুঝতে পারলে না প্রিয়ভাষিণী !
এভাবে চলে যেতে হবে ব্যথা চেপে ?
আমার যদি দিন না হও
তবে নাহয় বাতাস হলে,
মেঘের অশ্রুর কারণ হলে
আরেকটি দিনের মরণ নাহয় হোক
তুমি তো দিন হলে না-
আমার একাকীত্বের আসর হলে ।।
একটু নাহয় ঝগড়াই করেছি
তাই বলে তো ভালোবাসার দোকানে
তালা ঝুলিয়ে দিইনি;
বরং এই অভিমানের নদীতে বুঝে নিয়েছি
পুরো পৃথিবী তুমি ছাড়া কতটা মরুময়,
আমি কতটা পরজীবী !!
– জিহান আল হামাদী
২৪শে এপ্রিল’২০১৩