অতীন্দ্রিয় ভাগ্য

 

আজ নাকি ভালবাসা দিবস ছিল !
সবাই কত ধরনের আয়োজনে ব্যস্ত ভীষণ
কিন্তু আমার তো কোন ভালবাসা দিবস নেই,
তোমাকে ভালবাসার জন্য দিবস প্রয়োজন হয় না
যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকে প্রতিদিন
আমার “ভালবাসা দিবস” ।।

খুব অবাক হয়েছিলাম আজ
যখন মনে মনে ভাবতেই তুমি চোখের সামনে
কি অপরূপ বিস্ময় !
অবাক হয়ে তাকিয়েছিলাম বিস্ময়ে;
না, তোমার দিকে নয়
বিধাতার দিকে, একেই বোধ হয় ভাগ্য বলে ।

প্রথম কথা বলার সেই মুহূর্ত গুলো
পুরোটাই রূপকথার পাতায় এক মহাকাব্য,
উপন্যাসের প্রতিটি পাতা যেন ঘুণে খাওয়া এক স্বপ্নচারী !
তুমি উজ্জ্বল অভিলাষে মোড়ানো রূপবতী আর
আমি এক বিনিদ্র কদাকার !
এক আভায় জড়িয়ে রেখেছ
মখমলের গালিচায় দাউদাউ করে নিভে যাওয়া মোমের আঁচ !!

কখনও কারও জন্য অপেক্ষা করেছ ?
আজ পুরোটা দিন আমি অপেক্ষায় ছিলাম
শুধু একবার…শুধু একবার তোমায় দেখার জন্য
আর যখন দেখতে পেলাম !
ওই সময়ের কথা মনে নেই আমার !
সচেতন, অচেতন আর অবচেতন মুহূর্ত গুলো
বিকিয়ে গিয়েছিল অতীন্দ্রিয়তায় ।।

– জিহান আল হামাদী
১৪ই ফেব্রুয়ারি’২০১৩