বিলাপ অথবা আরেকটি ভালবাসার কবিতা

 

 

 

গ্রিলের ফাঁকে মখমলে চাঁদ পেড়িয়ে
ঠিক দু’পা এগুলেই যে মেলা বসে নিশি-লগ্নে,
সেই তারার মেলা নেমে আসুক আজ
ছুঁয়ে যাক হাজার শতাব্দীর তৃষ্ণা
তোমার চোখ রাঙিয়ে যাক জোনাকের পাপড়ি,
এলোমেলো চুলে এঁকে যাক বিভূঁই
রুপালি জলে চুপচাপ আমার হয়ে থেকো !!

মহাকাশের নক্ষত্র খুলে ছায়াপথ
যে মালা বানিয়েছিল সুতোর মায়াজালে,
তুমি তাকে পূর্ণ করো
আলিঙ্গনে বেঁধে নাও নিজের করে;
এক পা, দু-পা করে রাত্রির কবিয়াল
পথ খুঁজে নিক তোমায় ভেবে ।।
মেঘের প্রতিটি পাতা জুড়ে
আড়মোড়া ভাঙবে তোমার বন্দনা ।।

আবছা কথার হাসির ফাঁকে
যে আলোক দখিণা বাতাসে নিভে গিয়েছিল,
বিশুদ্ধ ভালোবাসা নিও সেই আবীরে
আজ মোমের শিখায় নদী মিশে যাক করিডোরে
তোমার স্পর্শে রূপকথা হয়ে উঠুক পুরো নগরী;
আহ্লাদ ছুঁয়ে যাক তোমার ঠোঁটে ।।

পবিত্রতার শ্লোক গেয়ে যাক তোমার শরীর
পালকেরা আঁচলে টেনে নেবে চুড়ির সানাই,
আজ থেকে সব শুধু বন্দনায় মুখর
দেহের পুরোটা সীমানা জুড়ে বিনিদ্র পাহারা,
আলিঙ্গনে খুঁজে নিও আশ্রয়, প্রশান্তির সুবাতাস
বালিশের কোলে সামুদ্রিক বিশালতা ডেকে নিও,
ডুবে যেও আমার সাথে ।।

 

 

– জিহান আল হামাদী
১৩ই এপ্রিল’২০১৩