নিখোঁজ হবে ছেলেটি

 
সব ভুলে যাবে একদিন
হয়তো কবিতার পাতাগুলো খুলেও দেখবে না
একদিন ঘৃণায় ভেজাবে দুচোখ
ভুলে যাবে হয়তো-
তার কথা ভেবে হাসি ফুটবে না ।।

অথবা ফিরিয়ে দেবে সব স্মৃতি
তোমায় ভালবাসার অধিকারটুকুও,
ধুয়ে মুছে নিয়ে যাবে অন্য কারো জন্যে ।
বিশ্বাসের প্রদীপ থেকে সেদিন
প্রবল আক্রোশে হানা দেবে অঙ্গার;
তবু কিছুই হবে না-
তাকে যে তোমার ফিরিয়ে দিতেই হবে
প্রাচুর্যের কাছে, সুন্দরের কাছে
সেদিন তাকে পরাজিত হতে হবে;
ভালবাসার সকল বর্ণমালা
আত্মাহুতি দেবে তার সাথে ।।

সবকিছু অগোছালো হয়ে যাবে
তার কথা শুনে এখনের মত হাসবে না
লাজুক চোখে তাকাবে না তুমি,
ভুলে ভরা জঞ্জালে
একদিন হয়তো বলে বসবে, সব ছিল ভুল-
সে চলে যাবে চিরদিনের জন্য
সেদিন থেকে কোথাও পাবে না ।

একদিন সব পাবে
শুধু আনকোরা, বিদঘুটে প্রেমিক খুঁজে পাবে না,
সে সেদিন থেকে চির নিখোঁজ !!
– জিহান আল হামাদী
১০ই এপ্রিল’২০১৩