রবি বাবু ও আমার বাবা

অসহায় রবি বাবু সেদিন আমাদের
উঠানে দাঁড়াইয়া আমার বাবাকে হঠাৎ
কাছে ডাকিয়া বলিলেন, আষাঢ় মাস
পদ্মায় যাইতে হইবে,
পুনরায় বলিলেন
এইদিকে আসিতে আজ্ঞা হয়,

বাবা ভাবিয়াছিলেন,
জমিদার বাবু খাজনার কথা বলিবেন,
সেই কথা না বলিয়া
বলিলেন,

একখানি গীত রচনা করিয়াছি একটু আগে,
শ্রবণ করিলে বাধিত হইবো

জমিদার বাবুর রচিত সেই গীতখানি
প্রায়শই বাবার মুখে শুনিতেছি,

বাবা এবং জমিদার বাবু, সে
যাত্রায় পদ্মায় না গিয়া
উভয়েই গাহিতেছেন

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মাকিদ হায়দার- র আরো পোষ্ট দেখুন