নাওয়া, খাওয়া ছাড়িয়া দিয়া, বড়পা
কাঁদিতে কাঁদিতে বলিলেন,
অভিশাপ দিলাম, তাহার
কণ্ঠ যেন চিরতরে স্তব্ধ হইয়া যায় হইলে তাহার
সর্বাঙ্গে ঘৃণা মাখিয়া দিব।
বড়পার কথায় বুঝিতে পারিলাম
নজরুল গীতির গায়ক ইয়াকুব আলী
সেইদিন কেন আমার বড়পাকে শুনাইয়াছিলেন
‘জানি বাহিরে আমার তুমি অন্তরে নও’