মাঝে মধ্যে …
বুকের ভিতর নড়ে উঠেন,
এক হৃদয় ঈশ্বর !
মন ভরা যার শূণ্যতায়!
মাঝে মধ্যে…
হৃদয়ের গহীন কোনে,
তৃষ্ণা জাগে শুশ্রুষার !
আকাঙ্ক্ষা জুড়ে যার…
কেবল-ই বেদনা !
মাঝে মধ্যে…
তোমার মাঝে ঝড় উঠে…
কেবল সত্যের !
যে তুমি প্রবল ভাবে
কেবল-ই মিথ্যা !
মাঝে মাঝে মনে হয়,
এই মিথ্যা তোমাকে
কবর দিয়ে দেই…
আমার মনের মাটিতে!
যে তোমার কখনও মৃত্যু নেই !
অথচ—
তারপরও পরিত্রাণ মিলেনি!
পরিত্রান মিলেনা যেন!
তোমার কবরের মাটি ভেদ করে;
তুমি ঠিক -ই উঠে দাঁড়াও!
ঐ হিমালোয়ের মতো!
যে তোমার প্রান আছে, স্পন্দন নেই!
যে তুমি, জীবিত থেকেও কেবল মৃত !