বস্তুরা পতিত হয় অথবা মলিন
বিস্ফোরিত হয় না কখনো
যে রকম সূর্যালোকে ফিকে হয় দ্রুত
যেমন বালুকারাশি শুষে নেয় ফেনা
এমন কি প্রেমের বিদ্যুচ্ছটা
সাঙ্গ হয় না বজ্রের গর্জনে
ঝামাপাথরের রুক্ষ মালিনো
ফুলের সৌন্দর্য যেন সশব্দে বিলীন
সবকিছু এমনই তো অবিকল
এমনই রূপ নিতে থাকে।
আমরা নিপতিত নৈঃশব্দে এমন
বেটোফেনের মাথার চারপাশব্যাপী
যে অপার নিঃশব্দ রয়েছে।