যোগসূত্র

তোমার ভেতরে আগুন
আমি জেনেছি
তোমার ভেতরে সাগর
আমি জেনেছি
তোমার ভেতরে শূন্যতা
আমি জেনেছি
তোমার ভেতরে মৌনতা
আমি জেনেছি
তোমার ভেতরে আকাশ
আমি জেনেছি
তোমার ভেতরে জমিন
আমি জেনেছি
তোমার ভেতরে ক্ষমতা
আমি জেনেছি
তোমার ভেতরে মমতা
আমি জেনেছি।

তোমার ভেতরে বছর নিয়েছি লীজ
তোমার ভেতরে বপন করেছি বীজ।