আর কেহ নয় [কবি বুলবুল খান মাহবুব শ্রদ্ধাভাজনেষু ]

ইচ্ছা থাকিলেই উপায় হয়, কথাটি সর্বৈব মিথ্যা।
আমার ইচ্ছা থাকিতে থাকিতেই, একদিন ইচ্ছা হইলো,
রাজপুত্র হইবো, রাজপুত্র হইলে
রাজকন্যা পাইবো, পাইবো রাজত্ব।
সেদিন রাজবাড়ীর নিকটস্থ হইতেই পাইক, বরকন্দাজ
আসিয়া আমাকে
হাতির মাহুত বানাইয়া দিয়া,
কানে কানে বলিলেন,
হস্তিপৃষ্ঠে রাজকন্যা থাকাবস্থায় কক্ষনোই
তাহাকে দেখিবার চেষ্টা করিও না,
রাজকন্যা যদি ঘুণাক্ষরে বুঝিতে পারেন
তাহা হইলে তোমার জীবন যাইবে।
আমি মাহুতের চাকুরী করিতেছি সাত বছর।
এই সাতটি বছর
হস্তিপৃষ্ঠে বসিয়া রাজকন্যা এখনো
রাজ্যসহ রাজপুত্র খুঁজিয়া বেড়াইলেও
রাজপুত্রের সন্ধান পান নাই।
অথচ, আমার কী দুর্ভাগ্য_ শত ইচ্ছা
থাকা সত্ত্বেও, একবারও সেই
রাজকন্যার মুখদর্শন করিতে পারি নাই।
ইচ্ছা থাকিলেও উপায় হয় না
সেই কথা হাড়ে হাড়ে উপলব্ধি করিতেছি আমি।
আর কেহ নয়।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মাকিদ হায়দার- র আরো পোষ্ট দেখুন