বিভেদে যাবো না।
বিনোদনে কাটাবো সময়।
চোখে যদি থাকে জল
আসবো মুছিয়ে।
পায়ে, পায়ে হেটে যাবো
তাহার বাড়ীতে
ছায়া যদি পাই।
কাটাবো সময় গাছের ছায়ায়।
সেও যদি বলে, ফিরে যাও,
আসবো ফিরে, যদি কিছু না বলে
থাকবো একাকী।
যেমন এখন আছি।
দু’হাতে সোনার শেকল বেঁধে দাঁড়াবো
আবার আগের মতো
যেভাবে দাঁড়িয়েছিলাম আনেক আগে
অভিধানে যদি খুঁজে পাই মনঃপূত
কারো নাম
সেখানে খাকবে তুমি আমার সাথেই
স্বাধীন বাতাসে।