পাগলী তোর- বুক ভরা বিশ্বাস, প্রান ভরা উচ্ছ্বাস।
তবু ভারী হয়ে আসে দুপুরের রৌদ্রস্নাত বাতাস
এলোমেলো করে দিয়ে যায় আগোছালো চুল
এলোমেলো হয়ে যাচ্ছিস পাগলী তুই !
গভীর নীল চোখ জুড়ে তোর ঘনিয়ে আসে সন্ধ্যা
পাংশু মেঘ ভেসে আসে তার খেয়ালি পাল তুলে –
তোকে ভাসিয়ে নিয়ে যাবে বলে-
তোকে ডুবিয়ে দেবে বলে দ্বৈত স্বত্বার আড়ালে।
ডুব সাঁতারে চেনাবে তোকে একাকী আকাশ
নক্ষত্রপূর্ণ দুপুর রাতের হিম বাতাসে,
ভেসে আসবে লক্ষ্মীপেঁচার করুন সূর
পাগলী, তুই কি যাবি এতটা দূর ?