কথোপকথন-২৭

হঠাৎ এলে যে ? বেশ তো
ভুলে ছিলে। ভুলে ছিলামও।
গাছে এটে ছিল ছায়াময়
স্মৃতির ছাপানো ছবিরা।
রোগা হয়ে গেছ। আমিও?
হতে পারে। বালি ঢুকেছে
জলস্রোতের গভিরে।
বেলা তো বাড়ছে । নীলিমা
নীল হয়ে যাবে ক্রমশ ।
কিছু লাল ফুল এখনো
তোবুওফুটেছে। জানি না
কে ফোটায়। সেকি তোমারই
চকিত আলোক? অথবা
আমার চৌক কুঠরীর
গোপন রক্তারক্তি?
দারিয়ে থাকবে ? বোস না
এই তো মাদুর বিছান
আমার সর্বশরীরে ।