মেঘের ডাকের সঙ্গে কাল আমারও সামান্য ডাক
মিশে গিয়েছিল ভুলে!
ভুল আমি সারা জীবন
করেছি অনেক—ভুলে ভুলে ভরে আছে এত্তটুকু
ছোট্ট লগবুক! তারও পরে অবিরাম ভুল করে
যেতে ইচ্ছে করে! ভুল মানুষের কাছে হাত পেতে
খেতে যাই চড় ও চাপড়—অথচ আশ্চর্য, পাই
ধুলোমুঠি সোনা! যা চাওয়া উচিত নয় যার কাছে
পেয়ে যাই অযাচিত মূল্যবান খনিজ সম্পদ।
পহেলা বৈশাখে পাই, এরকমভাবে পেয়ে যাই—
নিবিড় আকাশ আর জলভরা মেঘের মন্দিরা;
অনেক দুষপ্রাপ্য পাই জীবনে যা কখনো ভাবিনি…
তোমার চোখের জলে ভরে গেল আমার দুকূল!