ছাই

ভালবাসা শুধু কাব্য খাতায় দু’ফোঁটা নিংড়ানো কালি
ভালবাসা মানে কিছুই না,
দুই শিশিরের ভেলকি আঁকা সবুজ পাতা মানে ভালবাসা নয়
ভালবাসা বলতে কিছু নেই ।।
গভীর আশ্রয়ে ভালবাসা নেই
বারান্দার গ্রিলে মাথা রেখে কিশোরীর কান্না ভালবাসা নয়,
ওটা বেদনা, প্রতিক্ষার যন্ত্রণা !
ঘাসফুলের ওপর জল ছোঁয়ানো উষ্ণতা মানে ভালবাসা নয়
ভালবাসা বলতে কিছু নেই ।।

কার্নিশের ফাঁকে চড়ুই প্রেম করে
সংসার বাঁধে, বাচ্চা ফোটায়-
সেটা তার দায়িত্ব, তার রন্ধ্র এভাবেই কাজ করে
সেটা ভালবাসা নয়, ভালবাসা বলতে কিছু নেই ।।
যদি প্রেমিকের বুকে ভালবাসা খোঁজো, খুঁজতে পারো- আপত্তি নেই
কিছুই পাবে না, ওখানে একগুচ্ছ লোমের বসবাস;
ভালবাসা নেই ওখানে, কোথাও নেই ।।

যদি প্রেমিকার সান্ধ্য চোখে ভালবাসা খোঁজো, খুঁজতে পারো- আপত্তি নেই
ভালবাসা ওখানে থাকে না,ওখানে পাবে অলংকার, কিছুটা অহং
আবৃত হাতের বাঁধনে বৃদ্ধাঙ্গুলির ফুলকুড়িকে ভালবাসা বলে না
ভালবাসার অর্থ নেই, অনর্থ নেই; কিছুই নেই
ওটা কোথাও নেই, অসতীত্ব ভ্রমণ তার !!
গভীর রাতে মুঠোফোনে “ভালবাসি” বলাকে ভালবাসা বলে না,
ওটা প্রেম হতে পারে, ভালবাসা নয় !!
দুটোর মাঝে অসীম ফারাক ।।

ভালবাসা শুধু কাব্য খাতায় দু’ফোঁটা নিংড়ানো আবেগ
ছারপোকাদের জোনাক-মিছিল ভালবাসা নয়,
হিমাদ্রি-বর্ণের কাঁখে চৈতালি যে লালন জন্ম দেয়, তাকে ভালবাসা বলে না
ভালবাসা বলতে কিছু নেই;
অভিধান থেকে মুছে যাওয়া এক অভিমানী শব্দ ।।

– জিহান আল হামাদী
২৭শে জানুয়ারী’২০১৩