আন্দোলন ও ছেঁড়াপত্র

প্রিয়তমা,
তোমাকে এমন সময় ভালবেসেছিলাম
যখন তোমাকে ভালবাসার কোন সময় ছিল না,
আমি ছিলাম শাহবাগে, জাগরণের প্রজন্ম চত্বরে
আর তুমি কোথায় ছিলে জানিনা
খোঁজ নেয়ার মত সময় ছিলনা ।
আন্দোলনের ডাকে যখন পুরো দেশ উত্তাল
তখন ঘরে বসে তোমায় নিয়ে কিভাবে স্বপ্ন দেখি, বল ?
তাই চলে যাই, কিছুটা দুরেও সরে যাই গোপনে ।

এখানের মানুষেরা আমার খুব আপন
এত আপন মানুষ কখনই দেখিনি আমি,
কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান স্লোগানে তুমি কোথায় যেন হারিয়ে যাও
শুধু তুমি না, সমস্ত কিছুই হারিয়ে যায় !
তবু হাজার মানুষের ভিড়ে যখন তোমায় দেখি
স্তিমিত হয়ে আবার গর্জে উঠি
দৈব শক্তি তখন প্রাণ শক্তিতে পরিণত হয়,
স্লোগান স্লোগানে আড়চোখে তোমায় দুদণ্ড দেখা ।।
তোমাকে এমন সময় ভালবেসেছিলাম
যখন তোমাকে ভালবাসার কোন সময় ছিল না,
হৃদয়ে তখন দেশের ডাক, প্রতিবাদের ডাক
তোমার কণ্ঠ প্রায় ভুলতে বসেছি আমি ।

প্রিয়তমা,
যদি অভিমান করে দূরে চলে যাও
যদি তীর্থের কাঙালের মত ছটফট করে আমার হৃদয়,
তবু জেনে রেখো আমি ডাকবো না,
আমার ছিলে কবে যে ছেড়ে যাবে? তুমি চলে যেয় !
তখন আমার কণ্ঠনালী শুধু দেশের জন্যই রিক্ত হবে
সংগ্রামের জন্যই জেগে উঠবে প্রতিনিয়ত;
তুমি চলে যেয় যেদিকে যাবার, আমি ফিরে তাকাবো না ।।
কিন্তু যদি কোনদিন সহস্র মানুষের ভিড়ে আমায় খুঁজে না পাও
যদি পদদলিত হয়ে যায় ক্লান্ত ধমনী,
অথবা নিমিষেই ভুলে যাই সব
মনে রেখো যা করেছি শুধু তোমার জন্যই
তুমি যেন মৃন্ময়ী বাতাসে বিশুদ্ধ নিশ্বাস নিতে পারো ।।

তোমাকে এমন সময় ভালবেসেছিলাম
যখন তোমাকে ভালবাসার কোন সময় ছিল না,
তোমাকে এমন সময় ভালবেসেছিলাম
যখন তুমি আমার ছিলে না ।।

– জিহান আল হামাদী
১২ই ফেব্রুয়ারি’২০১৩