ভালবাসা তোমার-আমার যতটা অসম
বৃদ্ধাঙ্গুলির বাঁধন ততটাই মসৃণতায় বেধে রাখে
বয়সের ব্যবধানে ছেলেরা বড় হয়
আর মেয়েরা ছোট-
আমরা না হয় অবুঝ হলাম, রীতির বিরোধী হলাম ।
সমাজ দিয়ে কী হবে ?
ভালবাসা কি কোনদিন সমাজের পা মাড়িয়েছে ?
শাশ্বত চিন্তাধারার ঊর্ধ্বে থাকে অসম প্রেম
সেটা তোমার-আমার মত নগণ্য বুঝলেও
সমাজ বোঝে না, না বুঝুক ।।
যদি চাই অনেক যুক্তি দিতে পারি
যদি চাই শুরু করতে পারি নতুন যুদ্ধ,
কিন্তু কিছুই করিনা-
এর চেয়ে তোমার হাত ধরে বসে থাকা পরম শান্তির,
ওই হাত দুটোয় যে রসায়ন আছে
তা পৃথিবীর কোন বিজ্ঞানাগার তৈরি করতে পারবে না ।
অসম হলেই যে ভালবাসা যাবে না-
এমন কথা কোথাও তো লেখা নেই
সমাজ ভালবাসার বোঝে টা কি ?
সমাজ যদি বেহায়া বলে, নির্লজ্জ বলে
হলাম না হয় নির্লজ্জ-বেহায়া
তবু তোমায় তো পাওয়া হবে ।।
বয়সের ব্যবধান কতটাই বা আর দূরে নিতে পারে !
শুধুমাত্র তোমার চোখে ছানি পড়বে,
শরীরের অমসৃণতায় হানা দেবে বটমূল ত্বক ।
কিন্তু দেখ, শরীর অসম হলেও
হৃদয় কিন্তু ঠিকই সমতার মিছিলে নেমে যাবে;
বয়সের ব্যবধানে ছেলেরা আগে বুড়ো হয়
আর মেয়েরা পরে-
আমরা না হয় অবোধ হলাম, রীতির বিরোধী হলাম ।।
– জিহান আল হামাদী
১৯শে ফেব্রুয়ারি’২০১৩