তুমি চাইলেই আকাশ তোমার
তুমি চাইলেই রোদ্দুর,
তুমি চাইলেই বুকের ভাঁজে অমানিশা
মখমলের আঁধার তোমার ।
চাইলেই হও বিছানার সপ্তবর্ণা
বিচ্ছিন্ন প্রতিমার পূজোর থালি,
তুমি চাইলেই ছত্রভঙ্গ, রথের মাতম
চাইলেই তুমি তোমার নও ।
চাইলেই তুমি ঘোলাটে ঘরে বিষণ্ণতার আঁচল
পথ কুড়ানো দিনের শেষে অবোধ মরু-জল
কিংবা তুমি অতনু হৃদয়ে পাপড়ি মেলানো ডানার দাপট
অথবা আলোচিত কোন উপন্যাসের পাতা ।
তুমি চাইলেই নেত্র পিঁজরে ঢেউ খেলানো বাদামি তোমার
তুমি চাইলেই ভ্রম দীর্ঘশ্বাসে,
অবাধ আর অবোধের আবেগ, শুধু তুমি চাইলেই
গ্রিল পালানো নিকষ-শুভ্রতার বাতাস তুমি ।
চাইলেই হও পরিণীতা তুমি
কাদম্বরী,সীতা,ধূপসাগরী- যা ইচ্ছে তাই,
চাইলেই তুমি মৃন্ময়ী আমার
তুমি চাইলেই তোমার নও ।
চাইলেই তুমি কান্নার মাঝে হাসির প্রলোভন
চন্দ্রাহত ভোরের মাঝে বিদায়ী চুম্বন,
আবাগের ভিড়ে নিরুদ্দেশ তুমি, চাইলেই
প্যাগোডায় এক শতবর্ষী ভৃত্য ।
তুমি চাইলেই কবিতা
হও সর্বনাশের শীতে ফুলেল বসন্ত,
চাইলেই তুমি তনুশ্রীলগনে লজ্জার ভীত ছোঁয়া
ইতস্তত শাড়ীর অনভ্যস্ত সামলানো,
চাইলেই তুমি জীর্ণ তমালিকা
চাইলেই তুমি তোমার নও ।।
-জিহান আল হামাদী
২৫শে জানুয়ারী’২০১৩