জানো ?
আজ রাতটা ভীষণ কাঙাল
ভীষণ জেদি, সহস্র আক্ষেপ জমে আছে মখমলের আকাশে ।
কিসের যেন যন্ত্রণা তাড়িয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত
বোঝা যায় না, অগোছালো ভীষণ !
কী যেন নেই ! কী যেন নেই !
বুকের ভেতরে যে অন্ধ কুঠিরে সময়ের বসবাস
সেটা আজ জীবন্ত শ্মশানের মত,
শুধুই হাহাকার, বিলাপ, চিৎকারের কারুকার্য মাখা নকল সুখ
কাল মেঘের আড়ালে সব ভজন যেন ছাইরঙা পাথুরে মূর্তির মত নিথর ।।
কী যেন নেই ! কী যেন নেই আমার !
সবকিছু কেমন যেন এলোমেলো
সবকিছু ছন্দহীন বিজন কবিতার মত অগোছালো,
সবকিছু কেমন যেন বেমানান কিংকর্তব্যবিমুঢ় ।
কবিতার খাতা ভিজে যায় জলে
কী যেন খোঁজে ! কী যেন নেই !
এলোমেলো সব ।।
জানো ?
রাতটা আজ ভীষণ অভিমানী
সুযোগ পেলেই খামখেয়ালি,
আমার কষ্ট গুলো ছোঁয়ার সময় নেই তার
সবকিছু কেমন যেন মলিন, বড্ড উদাসীন !
উদ্বাস্তু আমার অসহায়ত্বের একমাত্র সাক্ষী যে রাত
সেই রাত আমাকে ফাঁকি দিয়ে চলে যায় আজ ভিনদেশে
সেই রাত আমার খোঁজ নেয় না আর ।।
কী যেন নেই ! কী যেন নেই আমার !
কী যেন নেই আমার ! কী যেন নেই !
-জিহান আল হামাদী
২৩শে জানুয়ারি’২০১৩