কিছু চোখে শ্রাবণ মানায় না
কিছু চোখ শুধু আকাশ দেখুক,
জানালা খুলে, পর্দার আড়ালে যে বিশাল আকাশ রয়েছে
সেটা হোক তার স্বপ্ন আঁকার ক্যানভাস ।
হৃদয়ের মসৃণতায় যদি মরচে ধরায় কালিক বসন্ত
কিছু চোখে যেন বর্ষার আস্তরণ না পড়ে,
কিছু চোখে শান্তি থাকুক, স্বাধীনতা থাকুক
সঙ্গমের কামনা থাকুক ।।
কিছু হাতে রিক্ততা মানায় না
কিছু হাত বেঁচে থাকুক স্পর্শের ওহম এ,
কিছু হাতে কোন নিঃস্ব খুঁজে পাক
মাতৃত্বের আচল, পিতার ছাউনি ।
কিছু হাত যেন ফেরি না করে দেহের বিনিময়ে একমুঠো নির্লজ্জতা
হাতগুলো প্রার্থনা করুক, সতীত্বের প্রার্থনা,
কিছু হাতে যেন আজীবন লেগে থাকে
নবজাতকের আঙ্গুলের ছাপ ।।
কিছু পা’য় বর্জ্য মানায় না
কিছু পা খুঁজে ফিরুক তার গন্তব্য
এক মহাকাল ঘুরেও যেন ক্লান্ত না হয় কিছু পা,
ভেজা শিশিরে যেন প্রতিদিন আড়মোড়া ভাঙে তার
কিছু পা’য় রক্ত থাকুক ফসলের…
সবুজের ঘাম থাকুক আন্দোলনের, বিপ্লবের… ।
কিছু পা’য় নববধূ খুঁজুক আশীর্বাদ
অথবা চিরস্থায়ী আশ্রয় বেঁচে থাকুক পদধূলিতে ।।
কিছু ঠোঁটে ফাটল মানায় না
কিছু ঠোঁটের জন্ম অধিকার আদায়ের জন্য,
কিছু ঠোঁট ভালবাসা খুঁজুক
অভিমানের মাঝেও যেন এক পশলা রংধনু মুচকি হেসে ওঠে আনমনে ।
কিছু ঠোঁটে যেন প্রেমিকা এঁকে দেয় তার সমস্ত আহলাদ
সেই ছবিতে লুকিয়ে থাকুক যাবতীয় উপশম,
যদি অত্যাচার হয়, তবে কিছু ঠোঁট যেন প্রতিবাদ করে
কিছু ঠোঁট আজ সত্য বলুক ।।
কিছু জীবন বাচতে শিখুক
প্রেয়সীর চোখে চোখ রেখে একটু ভালবাসতে শিখুক,
আর বিনিময়ে…
কিছু জীবন বাচাতে শিখুক… ।।
– জিহান আল হামাদী
২২শে জানুয়ারি’২০১৩