বাস্তব নয়,
কবিতা হয়েই বেঁচে থাকো আমার মাঝে,
বাস্তবের চেয়ে কবিতার বাজারদর কম
সে অবহেলিত ।
অবহেলিত সত্ত্বার মত
ভালবাসার মূল্য আর কে বুঝতে পারে !
কে দিতে পারে !
তার যে ভালবাসার মত আর কেউ নেই,
এক তুমিই তার খড়কুটো
তুমি বরং কবিতা হয়েই থাকো ।।
যেভাবে ইচ্ছে থাকো, তবু থাকো
আমার, নয়তো পাগলের বিলাপে থেকো-
দুটোর অর্থই পরিপূরক ।।
তুমি দূরেই থাকো
ভাল থাকবে; চোখে-মুখে তীব্র আগুন,
পরিসমাপ্ত বুকের ভাঙচুর ।
পিপীলিকার বাসরে বিশ্বাসী নই
সম্পর্ক- সে তো একটি জলছাপ কাগজে
দুটি স্বাক্ষর ছাড়া কিছু নয় ।
কবিতার মাঝে তুমি সতী-পূজ্য দেবী
তুমি কবিতায় থাকো,
বাস্তবে নয় ।
তুমি বরং কোথাও থেকো না
না কবিতায়, না বাস্তবে;
তুমি ফাগুনের মৌনতা হও
অথবা অসম্ভাবি সংসারের সাইরেন
তবু আমার থেকো না-
তোমার হতে চেয়ে চেয়ে আমি ক্লান্ত ।।
– জিহান আল হামাদী
১৭ই ফেব্রুয়ারি’২০১৩