মাঝে মাঝে তোমাকে খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়
তোমার ঠোঁট, গাল, চিবুক
তোমার রহশ্যময়ী কণ্ঠ
যা আজও আমি শুনতে পাইনি ।
আচ্ছা, তোমার স্পর্শ আসলে কেমন ?
তোমার স্পর্শে কি আমার অনুভূতি গুলো জেগে উঠবে ?
মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার নরম ঠোঁটে
সেঁটে দেই আমার ঠোঁটের আর্দ্রতা,
তোমার ঊরুসন্ধিতে ভেসে থাকা পাপড়িটা
ভিজিয়ে দেই একরাশ জল দিয়ে ।
তোমার মনের ভেতর জমে থাকা সতীত্বকে
আঁচরে দেই দু’হাত দিয়ে ।।
মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার বুকের উষ্ণতায়
গা ভাসিয়ে গড়ে তুলি জোছনার আলো,
তোমার নগ্ন চোখে
রং-তুলি’র কাজল এঁকে দেই,
মাঝে মাঝে ইচ্ছে হয় ।।
ইচ্ছে হয় তোমায় একটু ছুঁয়ে দেখি
আমার স্পর্শে তোমার মুখের আদল বদলায় কিনা,
একটু দেখি ।।
মাঝে মাঝে নিজ হাতে তোমার কুমারীত্ব নষ্ট করতে ইচ্ছে হয়
তোমার কুমারীফুলে শিশির ফোঁটা ভোর হোক
আমার স্পর্শে,
মাঝে মাঝে তোমার আঙুল ধরে পাড়ি দিতে ইচ্ছে হয়
আকাশ থেকে ভূ-মধ্য সাগর,
মাঝে মাঝে ইচ্ছে হয় খাবারের থালিটা তোমার দিকে এ গিয়ে দিয়ে বলি,
“একটু ভাত দাও তো” ।।
মাঝে মাঝে ইচ্ছে হয় তোমায় এক চিলতে ভালবেসে দেখি
কী আছে তোমার ভালবাসায় !
মাঝে মাঝে ইচ্ছে হয় তোমায় বুকের মাঝে রেখে দেই
তোমার নিশ্বাসে আমার স্নায়ু সুবাস ছড়ায় কিনা
মাঝে মাঝেই ইচ্ছে হয় ।
মাঝে মাঝে তুমি ছায়ামানবী
মাঝে মাঝেই তুমি রহশ্যময়ী কেউ
মাঝে মাঝেই…….
– জিহান আল- হামাদী
১৫ই জানুয়ারি’২০১৩