আমি তাহারে খুঁজিয়া বেড়াই
আনমনে, তাহার আঁখি প্রাঙ্গণে
তবু সে বুঝিতে পারে না,
তাহারে বুঝিতে দেই না আমি
আপন হৃদয়ে কেবল তাহারই বসবাস,
তাহারই পদচারণায় মুখরিত
স্মৃতির সহবাস ।
ভুবন ভুলিয়া, তাহার চুম্বন ওষ্ঠে মাখিয়া
খুঁজিয়াছি আমি সিন্ধুমালায়, নীল অতলে…
তব তাহার রূপ-যৌবনের দ্বিতীয়া নাহি
অতৃপ্ততার হৃদ-সাগরে ।।
চন্দ্রিমার সীমা চৌচির্ণ করিয়া
মধু খুঁজিয়া বেড়াই কলঙ্কের বাসরে,
কাম-বাসনা মিশিয়া যায় নিষ্কাম বিছানায়
তব তাহারে পাইনা,
তাহারে পাইবার সাধ জাগে তীব্র ভাবে…
আমি তাহারে খুঁজিয়া বেড়াই
তাহারে শুধু আমিই পাইবার অধিকার রাখি,
তাহারে আনিয়া দাও,
আমায় ভস্ম হইতে দাও কামের পুণ্যতায়
তাহার অনলে পুড়িবার ক্ষমতা শুধু আমারই রইয়াছে ।।
আমি তাহারে খুঁজিয়া বেড়াই
বসুধার সুন্দরতম রমণীর মাঝে ।।
-জিহান আল হামাদী
১২ই জানুয়ারি’২০১৩