কিরে, বলবি না ? বল না-
তুই আমার হবি ?
একটু ভালবাসলে কী হবে তোর ?
তোকে চাঁদ-তারা এনে দেবার ক্ষমতা না থাকলেও
প্রতিটি প্রশ্বাসে পাশে থাকতে পারবো,
দিব্যি দিয়ে বলছি ।।
তোর যখন মন খারাপ হবে
চোখে নেমে আসবে কালবৈশাখী শ্রাবণ,
দেখিস আমার আঙুল তখন
তোর চোখে স্পর্শ করে সব কষ্ট নিয়ে নেবে-
আমি না হয় দু-এক ফোঁটা অশ্রু ঝরালাম
তবু তোর হাসি এনে দেবো;
দিব্যি দিয়ে বলছি ।।
তুই আমার হবি ?
রাতের বেলা যদি কখনও ঘুম না আসে
তোকে দিন এনে দিতে না পারলেও
তোকে আঁধারে ভয় পেতে দেবো না,
যদি সদ্য-ফোটা ফুলের কান্নায় রাত সুরভী ছড়ায়
তুই ঘুমিয়ে থাকিস,
আমি ফুলকে ঘুম পারিয়ে দেবো
দিব্যি দিয়ে বলছি ।।
দিব্যি দিয়ে বলছি-
সান্ধ্য-তারা নিভে যাবার আগে তোর কপালে
তুর্ণার টিকলি এনে দিতে না পারলেও,
সিঁদুরের আশীর্বাদ এঁকে দেবো,
মন্দিরে বসাতে না পারলেও
আমি তোর পূজারী হয়ে থাকবো-শুধু তোকে পাবার আশায় ।।
এখনো চুপ করে আছিস !
বলনা, তুই আমার হবি ?
ভালবাসাই তো চাইছি, নিজেকে তো চাইনি-
একটু ভালবাসলে কী হবে তোর ?
বেশি দিনের জন্য না,
যতদিন বেঁচে আছি, আমার হয়ে থাকলেই হবে ।
থাকবি আমার হয়ে ?
– জিহান আল হামাদী
১১ই মার্চ’২০১৩