যাবতীয় সভ্যতায় যা কিছু যাযাবর
সব ধ্বংস হয়ে যাক,
ইকারুসের ডানার মত
অথবা ফিনিক্স পাখির মত নির্ভেজাল বেঁচে থাকা-
কিছুই চাই না ।
শুধু ধূসর পিরামিডের মত নাহয়
শুভ্রতায় জেগে থাকা তাজমহলের মত-
তুমি বেঁচে থেকো আমার মাঝে, আমার হয়ে;
বেঁচে থাকার জন্য আর কিছুই চাই না ।
তুমি বেঁচে থেকো সভ্যতার দেবী হয়ে
মিসরীয় হাথোর কিংবা গ্রীক দেবী আফ্রোদিতির মত
আমায় আগলে রেখো
আমি তোমার কোলেই সমাধিত হবো ।।
সিন্ধু নদের তীরে প্রতিরাতে
একবার হলেও এসো,
ওখানে তোমার জন্য এক বুক ভালবাসা জমা আছে
যখন খুব খারাপ হবে মন
একবার শুধু আমায় ডেকে দেখো-
নেপোলিয়নের মত ছুটে আসবো পৃথিবীর মানচিত্র ফেলে ।
ওসব আমার দরকার নেই
বেঁচে থাকার জন্য প্রাচুর্য নয়, শুধু তোমাকে জয় করতে চাই ।
ইতিহাস হতে চাই না, শুধু চাই-
তুর্য শিখায় লেখা থাকুক,
মহারাজের শুধু একটিই মহারানী ছিল
বেঁচে থাকার জন্য চল্লিশ রানীর ভালবাসা দরকার নেই;
শুধু তুমি পাশে থাকলেই হবে ।
তুমি ভেনাসের মত ভালবেসো
আমি মানচিত্র জয় করে, তোমার কাছে পরাজিত হব ।
সভ্যতা তুমি আমার, রমণীয় ক্লিয়োপেট্রা
তোমার সভ্যতায় ঠাই দাও,
তোমার কোলেই সমাধিত হবো ।।
– জিহান আল হামাদী
১১ই মার্চ’২০১৩