বাসনা

খাওয়া হয়নি শালিধানের চিঁড়ে
খাওয়া হয়নি সোনামুগের ডাল,
দেখা হয়নি পণ্যিপুকুর ব্রত
স্বপ্নে আমার বউ আসেনি কাল

ও জ্বর, তুমি এসোনা এক্ষুণি-

ছোঁয়া হয়নি বাদার মুথা ঘাস
ভ্রমরকালো সোনাই দীঘির জল,
ঘোরা হয়নি বনবিবির থান
মাজার জুড়ে চেরাগ ঝলোমল
ও জ্বর, তুমি এসোনা এক্ষুণি-

আজো তোমায় দেখা হয়নি সুখি
ধরা হয়নি লতিয়ে উঠা হাত,
লেখা হয়নি কবিতা একটিও
সারা হয়নি আখেরি মোনাজাত।
ও জ্বর প্লিজ, তুমি এসোনা এক্ষুণি-

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
জয়দেব বসু- র আরো পোষ্ট দেখুন