MACHINE READABLE PASSPORT (MRP)
মার্চ ২০১৪ র শেষার্ধ থেকে টোকিওস্থ বাংলাদেশ দুতাবাস কতৃক মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) প্রদান শুরু হয়েছে ।
বিদেশ ভ্রমনের ক্ষেত্রে হাতে লেখা পাসপোর্টের মেয়াদ ২০১৫ সালের মার্চ এ শেষ হতে যাচ্ছে সে কারনে বর্তমানে হাতে লিখা পাসপোর্টকে মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) এ পরিবর্তনের বাধ্যকতা রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশে হাতে লিখা পাসপোর্টে ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে । হাতে লেখা পাসপোর্টধারীদেরকে মেয়াদ শেষ হওয়ার আগে মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) এ পরিবর্তন করার উপদেশ দেওয়া হচ্ছে।
মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) এ পরিবর্তন সংক্রান্ত পদক্ষেপ সমুহঃ
১। অনলাইন আবেদন(Online Application)
www.passport.gov.bd এ সাইটে মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) এর আবেদন করুন ।আবেদন এর প্রিন্ট কপি নিন ।
২। সাক্ষাতকারঃ
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর বাংলাদেশ দুতাবাসের কনসুল্যার বিভাগে যোগাযোগ করে সাক্ষাতকারের তারিখ ও সময় নিন । 03-5704-0216 নম্বরে ফোন করে মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) সংক্রান্ত সকল আনুষ্টানিকতা সম্পন্ন করার জন্য যোগাযোগ করুন ।
৩। ফি সংক্রান্তঃ
সাক্ষাতকারের জন্য দুতাবাসে গমনের পুর্বে বাংলাদেশ দুতাবাস এর জাপান পোষ্ট ব্যাংকের হিসাবে প্রয়োজনীয় ফি পরিশোধান্তে রশিদ সংগ্রহ করুন । উল্লেখ্য সকল ফি অফেরত যোগ্য।
পাসপোর্ট ফিঃ
সাধারন পাসপোর্টঃ ১০০০০(দশ হাজার) ইয়েন।
ছাত্র/ছাত্রীঃ ৪০০০(চার হাজার)ইয়েন।
জাপান পোষ্ট ব্যাংকে বাংলাদেশ দুতাবাসের হিসাবের নাম (Account Name)ঃ EMBASSY OF BANGLADESH
হিসাব নম্বর (Account Number): 10080-73796751
৪। প্রয়োজনীয় কাগজ পত্র সমুহঃ
কনসুল্যার বিভাগে সাক্ষাতকারের সময় নিম্নলিখিত কাগজ পত্র দাখিল করুন।
-অনলাইন আবেদন পত্রের কপি।
– জাতীয় পরিচয় পত্র অথবা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ । ( জন্ম নিবন্ধন ইতিমধ্যে সম্পন্ন করা না হলে দুতাবাসের মাধ্যমে জন্ম নিবন্ধন করা যাবে । এখানে উল্লেখ্য জাতীয় পরিচয় পত্র বা জন্ম
নিবন্ধন সনদের ১৭ ডিজিটের তথ্য না থাকলে অনলাইন আবেদন সম্পন্ন করা যায় না )।
-পুর্ববর্তী পাসপোর্টের ১ থেকে ৭ পৃষ্টার কপি ।
-55X45mm আকারের ছবি ২টি । অনুর্ধ পনের বছরের আবেদন কারীকে পিতা বা মাতার 30X25mm আকারের ১ কপি অতিরিক্ত ছবি সংযুক্ত করুন।
-ফি জমা সংক্রান্ত রশিদ বা অনুলিপি।
উপরোক্ত কাগজপত্র সহ ছবি,আঙ্গুলের ছাপ,স্বাক্ষরের জন্য আবেদনকারীকে স্বশরীরে দুতাবাসে উপস্থিত হতে হবে মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) এর জন্য এটি বাধ্যতামুলক ।
৫। আবেদনগ্রহন সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে কনস্যুলার বিভাগ কতৃক একটি ডেলিভারি স্লিপ প্রদান করা হবে (এই স্লিপটি সংরক্ষন করুন ) ।
৬। তথ্য সমুহ মেশিন রিডেবল পাসপোর্ট(MRP)ছাপানোর জন্য ঢাকায় প্রেরন করা হবে ।
৭। মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) জরুরী ভিত্তিতে প্রদানের কোন ব্যবস্থা নেই । জাপানে সকল আনুষ্টানিকতা সম্পন্নের পর ঢাকা থেকে পাসপোর্ট ছাপানো হবে তারপর বিশেষ ব্যবস্থায় টোকিওস্থ বাংলাদেশ দুতাবাসে পাঠানো হবে । মেশিন রিডেবল পাসপোর্ট(MRP)এর এসকল কার্যাদি সম্পন্ন করতে ৪ সপ্তাহ সময় প্রয়োজন। কনস্যুলার বিভাগে আবেদন জমা দানের পর ৪ সপ্তাহের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার একটি তারিখ প্রদান করা হবে । ঢাকা থেকে ছাপানো পাসপোর্ট প্রাপ্তির পর দুতাবাসের কনস্যুলার বিভাগ আবেদনকারীর সাথে ফোনে যোগাযোগ করবেন ।
যোগাযোগের পর পুর্ববর্তী পাসপোর্ট এবং ডেলিভারি স্লিপ সহ স্বশরীরে কনস্যুলার বিভাগে যেতে হবে।
মেশিন রিডেবল পাসপোর্ট(MRP) সংক্রান্ত অতিরিক্ত তথ্যের জন্য 080 4927 8234 নম্বর বা [email protected] এ যোগাযোগ করুন ।
অনলাইন আবেদন সংক্রান্ত সাহায্যের জন্য যোগাযোগ করুনঃ
[email protected]
[email protected]