দহন……নীলাঞ্জনা নীলা

একাকী নিঃশ্বাস পুড়িয়ে দিক ,
জ্বালিয়ে দিক ,
চতুর্দিক—

অরণ্য যদি জ্বলতে পারে
সহস্র কোটি দূরত্ত্বে থাকা সূর্যের আলোয় ,
নিঝুম রাত যদি অন্ধকারে পথ চলতে পারে
জ্বলন্ত দিনকে বুকে নিয়ে নির্ঘূম—

তাহলে ,
উত্তপ্ত নিঃশ্বাস কম করে হলেও একটি ফোষ্কা ফেলতে পারে ,
পারুক ।

যে ভালোবাসার বদলে ভালোবাসা দিতে অনিচ্ছুক ।
তার কাছে নিঃশ্বাস আগুণ হয়ে জ্বলুক ।

হ্যামিল্টন , কানাডা
৩ ফেব্রুয়ারী , ২০১৩ ইং ।

৫ টি মন্তব্য

    1. জিহান আল হামাদী ভাইয়া বুঝে পাচ্ছিনা কি বলবো…তবে জেনে ভালো লেগেছে যে মন ছুঁতে পেরেছে লেখাটি…
      ভালো থাকা ঘিরে থাকুক নিরন্তর… :)

Comments are closed.