অনেক দিন পর নতুন করে তোমাকে পেলাম । ভালই আছ । সুখেই আছ । আমি ও ভাল আছি ।ভাল থাকার জন্য যে জীবন আমি বেছে নিয়েছি তাতে কি ভাল না থেকে পারি ! সময় কি থেমে থাকে বলো ? আমাদের গেছে যে দিন সকলি কি গেছে ? কত দিন হয়ে গেলো সেই যে বালিকা বেলায় তোমাকে দেখেছিলাম । তারপর মনের মধ্যে জমে থাকা নিজেদের অজান্তে ভাল লাগা ভালবাসা তে রুপ নিল ।
তোমাকে প্রথম চিঠি তে কি লিখেছিলাম মনে আছে তোমার ?
আমার কিন্তু সব মনে আছে , তোমাকে লিখেছিলাম ->তুমি আমার অতীত জান,বর্তমান জান,ভবিষৎ আমি ও জানি না তুমি ও না এত কিছুর পর ও তুমি যদি আমার পথে আস তো খুশী হব
ভাবতে খুব অবাক লাগে ঐ অতটুকু বয়সে এত রোমান্টিক কথা কেমন করে লিখে ছিলাম ।
শুরু হল আমাদের যুগল পথ চলা ।আচ্ছা সেই সময় কি তুমি এইচ এস সি তে পড়ছিলে ? কিছুতেই মনে করতে পারছি না । আমার এই অক্ষমতা ক্ষমা করো ।
তুমিই প্রথম আমাকে ন হন্যতেপড়তে দিয়েছিলে । হন্য মানে শরীরে । তারপর আমি লা নুই বেংলী পড়লাম । অনেক দিন পর লা নুই বেংগলী র অনুকরনে তৈরী bengali night ছবি দেখেছি ।
আমাদের সব কিছু যেন ন হন্যতে ।
লেখাটি প্রথম আলো ব্লগে প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ মার্চ ২০০৯।
(চলবে)
One thought on “তোমাকে নিয়ে”
Comments are closed.
অনেক সুন্দর লিখেছ মিতা ভাই, ভাল লেগেছে লিখাটা………