শীতপাখির চোখে কী অরণ্যঘুম, কী জলস্বপ্ন
তার কিছুই জানা হয় না, একেকটি দুপুর
শেষ হয়ে যায়;
শীতপাখির ঠোঁটে ঘাসের ভেতর কুড়িয়ে পাওয়া
শিশিরবিন্দুর মত শাদা বোতাম,
এই বোতাম আমি কবে হারিয়ে ফেলেছিলাম সন্ধেবেলা,
কবে কাক-জ্যোৎস্নায় খুঁজতে বেড়িয়েছিলাম হাতের এই
হারানো আংটি
এবার এই মধ্যশীতে বিদেশি শীতের পাখিকে
একখণ্ড ঘুঙুর পরিয়ে দেবো।
এই শীতপাখি যখন গ্রীষ্ম অঞ্চল ছেড়ে উত্তর গোলার্ধে
চলে যাবে
আমি তখন তার কাছে হেমন্তের একটি
হলুদ খাম পৌঁছে দেবো;
শীতপাখির চোখে আজ কী অরণ্যঘুম, কী নীলবর্ণ
সমুদ্র
কখন সে নিজের আকাশ দেখতে যাবে
তার কিছুই আমি জানি না।