শীতের মর্সিয়া

কখনো কখনো সিলভিয়া প্লাথের মৃত্যুর মতো
এই কঠিন শীতকাল
শতাব্দীর এই ভয়াবহ তুষারপ্রবাহ;
এই শীতে উলঙ্গ গাছের মতো দাঁড়িয়েছি আমরা দু’জনে।

এখানে কেবল সব মৃত পূর্বপুরুষের ঠাণ্ডা হাত, মৃত রমণীদের
ঠাণ্ডা স্তন
আজ উভয় গোলার্ধে মৃত মানুষের শরীরের মতো শীত
অবিরাম শৈত্যপ্রবাহ;

এই শীত সব মৃত নক্ষত্রের ঘোলা চোখ,
বরফে ঢাকা মাছের আড়ত
মানুষে মানুষে সম্পর্ক ছেদ-করা দুঃসময়,
এই শীত ক্রমাগত পারদ নিচে
নেমে যাওয়া তাপমাত্রা;

তারপরও এই শীতে কার্নিভাল এই শীতে
ফিল্ম উৎসব
এই শীতে খেজুরের মিষ্টি রসের হাড়ি,
এই শীতেই আমাদের বিবাহ বার্ষিকী।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মহাদেব সাহা- র আরো পোষ্ট দেখুন