ঠিকানা

নিঝুম দুপুরে মন বলে

চল চলে যাই দুরে —

পাখিরা যেখানে উড়ে যায়

খুলে যায় যেখানে

গভীর তত্ত্ব !!

 

নীরব  আকাশ ব্যস্ত ধরা

শুধু রোদ্দুর আর পাতা ঝরা

রোদের ঝিকিমিকি

পাখিদের কিল্ কিলি

সেই  কবিতা আর গান —

চলে যায় মন–

স্বপ্নের ঘোরে–

 

সময়ের স্রোতে ভেসে চলে

কত রঙ্গে রাঙ্গা স্বপ্ন;

রেখে যায় শুধু  স্মৃতি —

আর শুধুই প্রশ্ন!!

 

কত আশা কত স্বপ্ন

সবই তোমাকে ঘিরে

মন বলে আজ ও

আসবে তুমি ফিরে !!

 

সুরের ঝরনায় ডুবে  আজ

খুঁজে যাই খুশির ঠিকানা

হটাৎ ছুঁয়ে যায় সেখানে বাস্তবের ইশারা

বলে-“ফিরে আয়, ওরে ফিরে আয় —

নেই কোথাও ভালবাসার ঠিকানা” !!

………….অরুণিমা