নয়টা ত্রিশের সকাল, বাসের জানালায় আমি
‘রেডি দোকান বিক্রী/ভাড়া’
‘আর্জেন্ট ছবি তোলা’
‘BIMS এখন নিজস্ব ক্যাম্পাসে। গুলশান আর শাহজাদপুরে’
সব দ্রুত পড়ে নেই আর মন বলল মনেও রাখি।
কোনকিছু মিসিং মনে হলো!
‘১০০% ক্যামিকেলমুক্ত আম, গ্যারান্টি!’
সারিসারি দোকানগুলো আর নেই!
থাকবেই কেন? ক্যামিকেলমুক্ত ডাইজেস্ট হয়ে গ্যাছে
এখন ক্যামিকেলযুক্তের পালা।
পপুলার ডায়াগনষ্টিকের পপুলারিটির কপিরাইট আর কত সঙ্গত?
গতবছর, আমার একমাত্র চাচা ক্যান্সার এ গেলেন চলে…..
২ বার এসেছিলেন পপুলারে, ওরা বলে, ডায়াগনোসিসে কিছু নাই
তিন মাসে ৪ টি কেমো, শরীর সয়নি, কবরস্থ হলেন
পপুলার কি করে রয়?
ঘোর লাগা চোখে এখনো তাকিয়ে
‘মাত্র ৩ সপ্তাহে ব্রণ সারায়, গ্যারান্টি, ন্যাশানাল হোমিও’
বেগুনী, কমলা, কৃষ্ণচূড়া আর হলদে কলাপাতারা
শাহবাগের ডিভাইডারে দোল খায় আর হাসে আমায় দুলিয়ে
‘জলে টুপটুপ জল খেলা, ভিজে চুপচুপ মন মেলা’…..
কে লিখেছে এটি? মন মেতে ওঠা! জানা দরকার।
‘সফল হঊক ৬ষ্ঠ জাতীয় আওয়ামী যুব কংগ্রেস সম্মেলন’
সুউচ্চ সব ব্যানারে সফল করার দাপুটে প্রত্যয়, গ্যারান্টি!!
অদূরে মৎস ভবন, জানিনা কতক্ষন আটকাবো জালে…..
আমাদের এই ভরপুর অপুষ্ট দেশ, কে বলে সমৃদ্ধ নয়?
এত সব সাইনবোর্ডে কত শত গ্যারান্টি! কত আশ্বাসের বলয়!!
মানিতা মিতু
ঢাকা, জুলাই ১০, ২০১২
মানিতা, আপনার লেখাটি চমৎকার হয়েছে। আপনি আরও লিখবেন আশা করছি- আপনার রসবোধ, আনন্দের যাত্রী হব।
অভিনন্দন!
নারঙ্গি বন,
আপনার নাম ঈঙ্গিত করছে আপনি জীবন দর্শনে অভ্যস্ত, তবে লিখছেন না কেন? আমায় সুন্দর করে অভিনন্দন জানানোর জন্য অনেক ধন্যবাদ। এখানে লিখুন এবং সহযাত্রী হোন।
নামে পপুলার কাজে নয়।
খুব ভাল লাগলো এত সুন্দর একটি লেখা পড়ে ।