আমার সদ্য এগার তে পড়া ছেলে কয়েক দিন আগে বলল DETECTIVE CONAN দেখতে যাবে শনিবার । কি আর করা । সকাল সাড়ে দশটা থেকে সে পিয়ানো শিখে ,পিয়ানোর ক্লাস শেষ হলো সাড়ে এগার টায় বাড়িতে ফিরে দুপুরের খাবার খেলাম । আজকের মেন্যু ছিল পেপেরঞ্চিনু নামের স্পার্গেটি । ইটালিয়ান খাবার আমাদের দেশের ঝাল ন্যুডলস এর সাথে অনেকটা মিল আছে ,আমার রান্না এই ন্যুডুলসটা আমার ছেলের খুব পছন্দ । যাক খাবার শেষ করে দুপুর ২ টায় গাড়ি ষ্টার্ট দিলাম সিনেমা হলের উদ্দেশ্যে , বাড়ি থেকে পনের মিনিটের পথ ।ওয়ার্নার মাইকেল সিনেমা এর সিনেমা হল । বেশ মজার ছবি । ছবি দেখতে দেখতে অনেক কথা মনে পড়ল , অনেক দিন আগে পড়া ডিডেক্টিব ঊপন্যাস, রহস্য উপন্যাস এর কথা । রোমেনা আফাজ এর দস্যু বনহুর সিরিজ পড়ার পর সেবা প্রকাশনী র কাজী আনোয়ার হোসেন এর লিখা মাসুদ রানা পড়েছিলাম । বাংলা গোয়েন্দা উপন্যাস এর মধ্যে সত্যজিৎ রায় এর ফেলুদা কে আমার মনে হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ট গোয়েন্দা উপন্যাস । যদিও ফেলূদা সিরিজ এ লেখা র সংখ্যা তেমন বেশী নয় । প্রতি বছর শারদীয় দেশ সংখ্যা তে একটি উপন্যাস প্রকাশিত হতো । আমাদের মতো পাঠকরা এই সিরিজ আ অনেক লেখা আশা করেছিলাম ঊনার কাছে ।প্রাপ্ত বয়স্কদের জন্য তিনি কোন গোয়েন্দা উপন্যাস লিখেননি ,এ বিষয়ে সত্যজিৎ রায় এক সাক্ষাতকারে বলেছিলেন আমি বছরে একটির বেশী গোয়েন্দা উপন্যাস লিখিনা বছরে । আর বড়দের জন্য লিখতে গেলে এমন কিছু চলে আসে যা কিশোররা পড়তে পারবে না ,কিন্তু কিশোরদের জন্য লিখা ফেলুদা বড়রাও একসাথে পড়েন সেই হিসাবে মনে হয় কেউই গোয়েন্দা উপন্যাস থেকে বঞ্ছিত হচ্ছেন না । কি চমৎকার কথা !
১০ টি মন্তব্য
রকিব হাসান২৫ এপ্রিল ২০০৯, ০৮:১১
মিতা২৫ এপ্রিল ২০০৯, ০৮:১২
রকিব হাসান২৫ এপ্রিল ২০০৯, ০৮:১৭
মিতা২৫ এপ্রিল ২০০৯, ০৮:২১
তপ্তকাঞ্চন২৫ এপ্রিল ২০০৯, ০৮:৫৩
আপনি আবার সেই সুখ স্মৃর্তি মনে করিয়ে দিলেন। ধন্যবাদ
মিতা২৬ এপ্রিল ২০০৯, ০৬:১০
সুজন২৫ এপ্রিল ২০০৯, ০৯:০০
মিতা২৬ এপ্রিল ২০০৯, ০৬:১১
সজল শর্মা২৬ এপ্রিল ২০০৯, ০১:৩৮
মিতা২৬ এপ্রিল ২০০৯, ০৬:০৯