আবার সন্ধ্যা হয় চারিদিকে ।
নিথর দেহ হারিয়ে যায় রাত্রির অতলে
কোথাও বেচে থাকে একটা শকুনের ডাক !
বেচে থাকার ব্যকুলতায় কি অভিশাপ !
নিদ্রাহীন – রাত্রিদিন এই অস্তাচলে,
আবার সন্ধ্যা হয় চারিদিকে ।
ফিস ফিস করে কথা বলে; শ্মশানের মরাগুলো –
বাতাশের গুঞ্জনে –
হারিয়ে যাওয়া মুখগুলো ।
কোথাও পরে থাকে একটা মায়াবী নদী ।
দিশাহারা নাবিক দিশার সন্ধানী,
বেড়ে যায় শুধু দেহের ওজন !
ক্লান্তি জড়ানো জ্যোৎস্নার ছায়ায়-
নক্ষত্রের বুকে ।
আবার সন্ধ্যা হয় চারিদিকে ।
ঘাসফুল গুলোর কত কি আলাপন !
শিশিরে ছাওয়া গাত্রে অবাধ আন্দোলন,
কোথাও হারিয়ে যায় কোন মানবীর জিজ্ঞাসা ।
এখানে নেই – সেখানে নেই; কোথায় ভালবাসা ?
তৃষ্ণার্ত কাকের মতন কালো ছায়া
অন্তরও গগনে- ঝাউ এর বনে
আধারের বুকে ।
আবার সন্ধ্যা হয় চারিদিকে ।
২৬/০৭/২০১১ ঢাকা