মাটির সন্তান আমি মাটির কাছে ফিরে এসেছি, হাতে
একমুষ্টি ভিক্ষার ধান্য
তুমি নেবে এই ধান্য? অন্য কোন প্রাচুর্য চেয়ো না
আমার আপাদমস্তক আচ্ছন্ন কালো ঘামে
ক্লান্তির কর্কশ দাগে
আমি ঘুমিয়ে পড়তে পারি ঘুমানোর সময়ের আগেই।
তবু এই প্রকৃতির নিঃস্ব উলঙ্গ ছেলে খালি গায়ে শীত মেখে
এসেছি এখানে
কাঙাল এখানে কী সংবর্ধনা পাবে? মুষ্টিভিক্ষা করি এই হলুদ দুপুরে
উঠানে লুটিয়ে আছে অভাব, দারিদ্র্যসীমা, কষ্টের কাতর কাঁথা
হয়তো মাটির কাছে একটুখানি পরিত্রাণ পাবো,
এই মাটির সিংহাসনে বসে থাকি ভিন্ন সুখে মাটির সন্তান।
মাঠে যতই ধান্য ফলুক, কী পাবে ভূমিহীন এই বর্গাচাষী
মহাজনের ঘরে সবই ঘটিবাটি থালাবাসন বন্ধক দিয়েছি,
তবু সুখ মাটির সন্তান আবার মাটির কাছে যদি
ফিরে আসি
দেব এই এক মুষ্টি ভিক্ষার অন্ন, কাঙ্গালের কাছে কোন ঐশ্বর্য চেয়ো না।