অবন্তিকা বললি তুই:
নৌকো মাতাল হতে যাবে কেন ? এ-যুগে সমুদ্রটা নিজেই মাতাল।
আমি বললুম:
যত জ্যামিতি কি শুধু তোরই দখলে ? কার কাছ থেকে পেলি ?
অবন্তিকা বললি তুই:
আর্কিমিডিস দিলেন দেহের ঘনত্ব !
রেনে দেকার্তে দিলেন দেহের বাঁকগুলো !
ইউক্লিড দিলেন গোপন ত্রিভুজ !
লোবোচেভস্কি দিলেন সমন্বিত আদল !
ব্রহ্মগুপ্ত দিলেন মাংসময় বুকের নিখুঁত বর্তুলতা !
শ্রীধর দিলেন আয়তন !
নারায়ণ পন্ডিত দিলেন দৃষ্টি আকর্ষণের ক্ষমতা ! আর তুই কী দিলি ? অক্ষরে সাজানো যত ফাঁকা মন্তর ?
আমি বললুম: আমি দিয়েছি প্রেম ।
অবন্তিকা তুই বললি:
প্রেম তো আলোর চেয়ে বেগে আসে আর ছেড়ে চলে যায় ।