ভালোওবাসি না আমি, মন্দও বাসি না, দুই পায়ে লুটি
মেঘ হয়ে ঝরি আমি, ফুল হয়ে ফুটি;
যদি এই ভালোবাসা হয়, তবে আমিই সর্বাগ্রে
আছি, তার জন্য এক কোটি একশ বছরও যদি লাগে।
তবে এক বাক্যে রাজি এই দণ্ড মাথা পেতে নিতে
এই শাদা পৃষ্ঠা ভরে যতবার বলো দস্তখত দিতে
সাঁতার দেই না আমি সব নিয়ে একেবারে জলে ডুবে যাই
অতল নৈঃশব্দ্যে এই ভালোবাসা আছে আর কিছু নাই।
হই ভোরের শিশির বিন্দু যদি তোমার দু’পায়ে এসে পড়ে
এই নিয়ে বেঁচে থাকি এই জন্মে, আরো বহু জন্ম জন্মান্তরে।