কাছের মানুষ

কালো রাতের জানলার ফাঁকে
একফালি নাগরিক আকাশ
আমার একমাত্র অবকাশ।

রংবেরঙের কিছু স্মৃতি শুধু রইল পড়ে
রইল দুধে-আলতা বিকেল বেলা
অনিদ্রিত স্বপ্নমাখা সে এক রাত
কিছু কবিতা, অনেক গান
পুরনো কয়েকটা বই।

আলো আঁধারে
প্রতিক্ষণে
যখন রক্তক্ষরণ ঘটে প্রাণে
তখন সেই স্মৃতি হাতড়ে খুঁজে বেড়াই
কাছে দূরে, নীলাভ আকাশের
সবুজ ছায়ায়
মুহূর্তের নিঃসঙ্গ স্তব্ধতা।

One thought on “কাছের মানুষ”

Comments are closed.