এটাই নিয়তি

গেদু মিয়া মধু মিয়া যদু মিয়া আর
পথেঘাটে যাকে দেখে তাকে ধরে মার।
এরা হল গায়েঁর নেতা বাউন্ডুলেন দল
মানে নাকো জ্ঞানী গুনী দেখায় বাহুবল।

বাবা-মার কথামত চলেনাতো এরা
এলোমেলো ভাবে শুধু পথেঘাটে ঘোরা।
লেখাপড়া করেনা কেউ যায়না স্কুলে
নেশা করা মদ খাওয়া এসবই চলে।

পথেঘাটে যদি কোন মা-বোনেরা চলে
শিষ দিয়ে এরা শুধু বাজে কথা বলে।
চুরি ছিনতাই আর আছে যত পাপ
এসব হল আপন এদের শ্রদ্ধেয় বাপ।

মাঝে মাঝে ধরা খায় পুলিসের হাতে
গডফাদার জামিন করে নিয়ে যায় সাথে।
শুরু হয় যত আছে অপরাধী কাজ
অন্ধকার ঐ রাজ্য মাথায় দেয় তাজ।

ছিনতাই মাস্তানি খুন আর গোলাগুলি
এসবের মাঝে একদিন হয়ে যায় বলি।
সোনার ছেলেরা কেন সোনা হয়না
চলে যায় ভুল পথে ফিরে আসেনা।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
জুয়েল হাসান- র আরো পোষ্ট দেখুন