বিশ্বাসকে হতে দাও আমার ঢাল
আনন্দকে আমার তুখোড় যুদ্ধাশ্ব
ভয়ঙ্কর অই দানবটির
নিদারুণ ক্রোধের
প্রচণ্ড গৃধ্নুতা ও লোভের
হাত হতে
আমাকে মুক্ত হতে দাও
অন্ধকারের দুর্গ থেকে
আমার যৌবনের তরবারি দিয়ে
এ-ফোঁড় ও-ফোঁড়
সদা সত্যের সামর্থ্য, তেজ
আর শক্তিশালী পরাক্রমে।