মধুর বসন্ত এসেছে ,মধুর মিলন ঘটাতে
আমাদের মধুর মিলন ঘটাতে, মধুর বসন্ত এসেছে
মধুর মলয় সমীরে ,মধুর মিলন রটাতে
আমাদের মধুর মিলন ঘটাতে,মধুর বসন্ত এসেছে
কুহ কোলে কলি ছুটায়ে, কুসম কলি ছে ফুটায়ে
কুহ কোলে কলি ছুটায়ে, কুসম কলি ছে ফুটায়ে
লিখিছে প্রনয় কাহিনী বিবিধ বরণ ছটাতে
মধুর বসন্ত এসেছে
হের পুরানো প্রাচীন ধরনী হয়েছে শ্যামল বরণী
যেন যৌবন প্রবাহ ছুটেছে কালের শাসন টুটাতে
পুরান বিরহ আনিছে ,নবীন মিলন আনিছে
পুরান বিরহ আনিছে ,নবীন মিলন আনিছে
নবীন বসন্ত আইল, নবীন জীবন ফুটাতে
মধুর বসন্ত এসেছে ,মধুর মিলন ঘটাতে
আমাদের মধুর মিলন ঘটাতে, মধুর বসন্ত এসেছে