ভাষা

ক খ গ বলছি মোরা বাংলা ভাষা

এই ভাষাতে মোদের সবই চাওয়া

এই ভষাতে মোদের সবই পাওয়া।

গ ঘ ঙ এই ভাষাতে মোদের বেড়ে ওঠা

এই ভষাতে মোদের মা বলে ডাকা

এই ভষাতে মোদের সপন মনে গাথা।

চ ছ জ এই ভষাতে হাসছি মোরা

এই ভষাতে হাউ মাউ করে কাদা

এই ভষাতে বাচার সপন দ্যাখা।

অ আ ই এটাই মোদের মাতৃভাষা

এই ভষাতে মোরা মরতে চাই

এই ভষাতে মিশে থাকব তাই।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
জুয়েল হাসান- র আরো পোষ্ট দেখুন