বাংলাদেশের বাউলেরা
বাংলাতে গায় গান।
গান শুনে লাগে ভাল
জুড়ায় মনপ্রান।
বাংলাদেশের রাখালেরা
বাজায় বাশের বাশি,
বাশি শুনে লাগে ভাল
মুখে ফোটে হাসি।
বাংলাদেশের কৃষকেরা
ফলায় মাঠে ফসল,
ফসল দেখে লাগে ভাল
বুকে আসে বল।
বাংলাদেশের বাউলেরা
বাংলাতে গায় গান।
গান শুনে লাগে ভাল
জুড়ায় মনপ্রান।
বাংলাদেশের রাখালেরা
বাজায় বাশের বাশি,
বাশি শুনে লাগে ভাল
মুখে ফোটে হাসি।
বাংলাদেশের কৃষকেরা
ফলায় মাঠে ফসল,
ফসল দেখে লাগে ভাল
বুকে আসে বল।