আমি বর্ণমালা হাতে নিয়ে দেখি তার ছয়টি অক্ষর
কখন যে হয়ে গেছে বাঙালির নাম,
কখন যে হয়ে গেছে বাংলার সজল আকাশ
হয়ে গেছে তেরো শত নদী;
এই ছয়টি অক্ষর আমি বুকে গেঁথে নিয়ে
কোথায় না গেছি,
দেশে দেশে, সভায় সম্মেলনে, জাতিসঙ্গের সদর দরজায়
সবখানে বলেছি, এই যে বাঙালি আমি,
আমার পরিচয়পত্র শেখ মুজিবর,
এই ছয়টি অক্ষর, আর কোনো পরিচয় নেই।
আমি দেখেছি তৎক্ষণাৎ খুলে গেছে সব খানে সমস্ত দরজা
জাতিসঙ্গের দেয়ালে দেয়ালে বেজে উঠেছে
বাংলা ভাষার প্রথম ভাষণ,
চর্যাপদের সেই আদিগান।
আমার তখন কেবলই মনে হয় আজ বুঝি
বসন্ত উৎসব
আজ বুঝি পহেলা বৈশাখের আনন্দ মিছিল, মুক্তিযুদ্ধের
উদ্দাম কবিতা
আর এই মানচিত্রজুড়ে নতুন ভোরের মতো ছয়টি অক্ষর।