যে কোন একদিন

[কবি অনীক মাহমুদ প্রিয়জনেষু]

মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে আপনাদের কাছে গিয়ে গল্প করতে৷

শুনেছি আপনারা খুবই নিরীহ এবং সুবিধেমতো জল থেকে উঠে আসেন
ডাঙ্গায়, গ্রীষ্মকালে ডুবে থাকেন গভীর জলে_কেন যে থাকেন,
আমি শুধু সেই রহস্যটুকু জানার জন্যেই
আপনাদের সাথে গল্প করতে যাবো
যে কোন একদিন৷

বোকা কুমির এবং চতুর শিয়ালের নিকট থেকে শুনেছি, আপনারা নাকি
ভীষণ সুবিধেবাদী,
আপনাদের সমাজ-সংসার-সুযোগ সুবিধে নিয়ে কথা উঠলেই
অনেকে তুলনা করেন আমার
ভাইবোনদের সাথে৷

যে-কোন সামাজিক উত্‍সবে অথবা নাগরিক কোলাহলে আপনারা নাকি
আপনাদের সরু গলাটাকে শক্ত আবরণের ভেতরে লুকিয়ে না রেখে
আমার প্রিয় ভাইবোনদের মতো
কখনো উঠে আসেন ডাঙ্গায় আবার কখনো ডুব দেন গভীর জলে,
কথাগুলো সত্যি নাকি মিথ্যে, শুধু ঐটুকু জানার জন্যেই
যে কোন একদিন গিয়ে জেনে আসবো
সত্যমিথ্যে কতটুকু৷

সুযোগ সুবিধে পেলেই যে-কোন জায়গায় আপনারা নাকি
ঘুমিয়ে নিতে পারেন
রোদে অথবা ছায়ায়,
আপনাদের জীবনবৃত্তান্ত পড়তে গিয়ে হঠাত্‍ লক্ষ্য করলাম, উভচর প্রাণীদের
ভেতরে সবচে’ দীর্ঘ আয়ুষ্কাল আপনাদের,
ধর্মকর্ম, রাজনীতি, আপনাদের সমাজে প্রচলিত থাকলেও ইদানিং
অনেকেই নাকি যাচ্ছেন মৌলবাদীদের দলে, এবং আপনারা
নাকি শীতের সকালে ধানের শীষের নীচ দিয়ে গিয়ে
উঠে বসেন নৌকোর
গলুইয়ে
পাটাতনে?

জীবনবৃত্তান্তে আরো দেখলাম, এক খরগোশের সাথে দৌড়াদৌড়ি খেলায়
আপনাদেরই একজন প্রথম হয়েছিলো,
ঐ কথা জানবার পরপরই আমি আমার ভাইবোনদের সাথে নিয়ে
ঐকমত্যে পৌঁছে গেছি,
কখনো থাকবো জলে, কখনো ডাঙ্গায়,
এবং সুবিধে মতো দৌড়াদৌড়ি খেলায় আমিই প্রথম হবো,_তাই,

যে কোন একদিন৷

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মাকিদ হায়দার- র আরো পোষ্ট দেখুন